Saturday, October 26, 2019

ফের শীর্ষ ধনী বিল গেটস

https://ift.tt/364U3ck

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় আবারও স্থান করে নিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

জানা গেছে, অ্যামাজনের শেয়ারে বড়সড় পতন ঘটায় ফোর্বসের সেরা ধনীর তালিকায় এক থেকে দুইয়ে নেমে গিয়েছেন অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং সিইও জেফ বেজোস।

স্টক মার্কেটে অ্যামাজনের শেয়ার মূল্য পড়েছে প্রায় সাত বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার অ্যামাজনের শেয়ার-মূল্যে ৭ শতাংশ পতন ঘটে ১০৩.৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। বিল গেটসের বর্তমান সম্পত্তির পরিমাণ ১০৫.৭ বিলিয়ন ডলার। টানা ২৪ বছর ধরে পৃথিবীর ধনীতম ব্যক্তি থাকার পর ২০১৮ সালে জেফ বেজোসের কাছে হেরে যান বিল গেটস। পৃথিবীর প্রথম মানুষ হিসেবে ১৬০ বিলিয়ন ডলারের অধিকারী হন বেজোস।

১৯৮৭ সালে প্রথমবার ফোর্বসের ধনী ব্যক্তির তালিকায় ঢোকে বিল গেটসের নাম। তখন তার সম্পত্তির পরিমাণ ছিল ১.২৫ বিলিয়ন ডলার। ১.৬ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে ১৯৯৮ সালে প্রথমবার ফোর্বসের তালিকায় জায়গা করে নেন জেফ বেজোস।

জয়নিউজ/বিআর

The post ফের শীর্ষ ধনী বিল গেটস appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qH3nms

0 comments :

Post a Comment