Sunday, December 22, 2019

বিপিএলে রানের চাকায় তামিমকে টপকে শীর্ষে মুশফিক

বঙ্গবন্ধু’ বিপিএলের এবারের আসরের ১৫তম ম্যাচে সিলেট থান্ডার্সের বিপক্ষে ১২ রান নিয়ে যোগ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হলেন টপ অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। 
এবারের বিপিএল আসরে তিনি খেলছেন খুলনা টাইগার্স এর অধিনায়ক হিসেবে। গত শনিবার নিজেদের ৪র্থ ম্যাচে সিলেট থান্ডার্সের কাছে হেরে গেলেও ওই দিন নিজের থলিতে ১২ রান যোগ করে পেছনে ফেললেন বিপিএলে বাংলাদেশের হয়ে শীর্ষে থাকা তামিম ইকবালকে।
আরো জানতে ২৪ঘন্টা নিউজ

Thursday, December 12, 2019

চট্টগ্রামের চোরাই মার্কেটে বিক্রি করতে এসে ১৮টি মোবাইলসহ গ্রেফতার ঢাকার সজীব

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : ঢাকা থেকে চুরি ছিনতাইয়ের মোবাইল নিয়ে চট্টগ্রামের চোরাই মার্কেটে বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়েছে সাইফুল ইসলাম নজীব (২৮) নামে এক যুবক।
বুধবার রাতে গোপন তথ্যমতে নগরীর পুরাতন রেলস্টেশন বাগদাদ হোটেল গলির প্রবেশ মুখ থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তার কাছ থেকে চুরি ছিনতাইয়ের ১৮টি মোবাইল সেট ও ১৩ হাজার নগদ টাকা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার সাইফুল কুমিল্লা জেলার ব্রাক্ষ্মনপাড়া থানা ষাটশালা এলাকার কাজী আব্দুল বারীর ছেলে। বর্তমানে ঢাকার উত্তরখান থানার দোবাদিয়া এলাকায় তার বসবাস।
তথ্যটি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন। তিনি বলেন, বুধবার রাতে ঢাকার চোর ছিনতাইকারীদের কাছ থেকে কম দামে মোবাইল সংগ্রহ করে চট্টগ্রামের চোরাই মার্কেটে বিক্রি করতে আসে সজীব। গোপনে তথ্য পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে ১৮টি চোরাই মোবাইলসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদ করে এ চক্রে আর কোন সদস্য জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বললেন ওসি মহসীন।