Tuesday, October 29, 2019

প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ছালাম কেড়ে নিলেন কেন?

https://ift.tt/2qOowet

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর হাটহাজারীর সাবেক সংসদ সদস্য এম আবদুল ওহাবের ৮ম মৃত্যুবার্ষিকী আজ (২৯ অক্টোবর)। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উত্তর জেলা আওয়ামী লীগ, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুঠোফোনে জয়নিউজের কথা হয় এম এ ওহাবের ছেলে জয়নুল আবেদীনের সঙ্গে। এসময় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার এখনো না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, প্লট বরাদ্দ বাতিল করার পর আমার পরিবারের পক্ষ থেকে সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামসহ সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা এ বিষয়ে কোনো উত্তর না দিয়ে উল্টো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এরপর নতুন চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। সকলে শুধু আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কেড়ে নেওয়ার দৃষ্টতা কিভাবে তারা দেখিয়েছেন বুঝতে পারছি না।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন জয়নুল আবেদীন।

মৃত্যুর আগ পর্যন্ত নির্লোভ এম এ ওহাব সরকারের কাছ থেকে কোনো বিশেষ সুবিধা পাননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে সম্মানস্বরূপ একটি প্লট বরাদ্দের নির্দেশ দিয়েছিলেন। তাঁর নামে প্লট বরাদ্দও দেওয়া হয়েছিল।

কিন্তু বরাদ্দকৃত সেই প্লট পরে কেড়ে নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ এনে তাঁর (ওহাব) প্লট বাতিল করেন। বর্তমানে ওই প্লট ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন ওহাবের পরিবারের সদস্যরা।

এ নিয়ে চাঞ্চল্যকর একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিলো জয়নিউজের। এরপর টনক নড়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। বর্তমান চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানালেও এখনো কোন সুরাহ হয়নি।

জানা যায়, এম আবদুল ওহাব দীর্ঘদিন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও চট্টগ্রাম নগরের কোথাও তাঁর নিজের কোনো প্লট বা ফ্ল্যাট ছিল না। তাই ২০১১ সালের শুরুতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি প্লট বা ফ্ল্যাটের জন্য আবেদন করেন তিনি।

এ আবেদনের প্রেক্ষিতে একই বছরের ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয় সিডিএকে। নির্দেশনা পেয়ে সিডিএ ২০১১ সালের ২২ সেপ্টেম্বর আবদুল ওহাবকে চার কাঠার একটি প্লট বরাদ্দ দেয়। সিডিএ’র ৩৯৬তম সভায় এই প্লট বরাদ্দের অনুমোদন দেওয়া হয়।

প্লটের বরাদ্দপত্র পাওয়ার পর কয়েক দফায় লভ্যাংশসহ সিডিএ’র অনুকূলে আবদুল ওহাব ১১ লাখ ৩৪ হাজার টাকা জমা দেন। এরপর তিনি মারা যান। পরে তাঁর স্ত্রী-সন্তানরা ওই প্লট বরাদ্দ পাওয়ার জন্য ২০১৩ সালের ২২ মার্চ সিডিএ চেয়ারম্যানের কাছে আবেদন করেন।

আবেদন করার পর সিডিএ ২০১৪ সালের ৩ জুন প্লট বরাদ্দের বিষয়ে একটি চিঠি দেয় আবদুল ওহাবের পরিবারের কাছে। ওই চিঠিতে সিডিএ’র পক্ষ থেকে বলা হয়, সরকারি নীতিমালা পরিপন্থীভাবে ২৭টি প্লট বরাদ্দ দেওয়ায় প্লট বাতিল করা হয়েছে। যার মধ্যে এম আবদুল ওহাবের প্লটও রয়েছে। পরবর্তী সময়ে অন্যান্যদের প্লট ফিরিয়ে দিলেও ওহাব পরিবারকে বিমুখ করে সিডিএ।

প্রসঙ্গত, প্রয়াত এম আবদুল ওহাব মুক্তিযুদ্ধে চট্টগ্রামের অন্যতম সংগঠক ছিলেন। ১৯৭০ এবং ১৯৭৩ সালে হাটহাজারী আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেন। নির্লোভ ও সৎ হওয়ার কারণে প্রয়াত এ সাংসদ চট্টগ্রামে ‘গরীবের সাংসদ’হিসেবেই বেশি পরিচিত ছিলেন।

জয়নিউজ/পিডি

The post প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ছালাম কেড়ে নিলেন কেন? appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2BPMyrR

0 comments :

Post a Comment