Tuesday, November 12, 2019

কসবায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫

https://ift.tt/2CwpnDg

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে কসবার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। তবে এখনো হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, রাত পৌনে ৩টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তুর্ণা নিশীথা ও সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষে ঘটনাস্থলেই ৯ জন নিহত হয়। পরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ২ জন ও কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা যান।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

ব্রাহ্মণবাড়িয়ার ব্জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে তূর্ণা নিশীথা ট্রেনটি সিগন্যাল অমান্য করে লাইনে ঢুকে উদয়ন এক্সপ্রেস ট্রেনটিকে ধাক্কা দিয়েছে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়মকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্ত করে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দিয়ে মরদেহ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি আহতের চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে।

জয়নিউজ/পিডি

 

The post কসবায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2CCanUl

0 comments :

Post a Comment