Saturday, November 02, 2019

ইমরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম!

https://ift.tt/36qZWRu

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা। বর্তমানে ইমরান ও তার সরকারকে হটাতে বিক্ষোভকারীদের আন্দোলনে উত্তাল পাকিস্তান।

আন্দোলনকারীদের অভিযোগ, ২০১৮ সালে ভোটে ব্যাপক কারচুপির করে ক্ষমতায় এসেছেন ইমরান খান। এমন ভুয়া সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।

ইমরান খানকে উৎখাতে বুধবার লাহোর থেকে শুরু হয় ‘আজাদি মার্চ’। এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন দেশটির জামায়াতে উলামায়ে ইসলাম (জেইউআই) পার্টির আমির প্রধান মাওলানা ফজলুর রহমান। আজাদি মার্চের মিছিলে সামিল হয় পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নেতারা।

জয়নিউজ/বিআর

The post ইমরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম! appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2PC3z0G

0 comments :

Post a Comment