Saturday, November 16, 2019

সন্ত্রাসের ডিএনএ পাকিস্তানে

https://ift.tt/37cWEBp

সন্ত্রাসের গভীর ডিএনএ প্রোথিত আছে পাকিস্তানে— জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া জানাল ভারত।

প্যারিসে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানায় ভারত।

ইউনেস্কোর সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদের নেতৃত্বে থাকা অনন্যা আগরওয়াল বৃহস্পতিবার বলেছেন, ‘‘কট্টর মতাদর্শ থেকে শুরু করে মৌলবাদ এবং সন্ত্রাসে তার প্রকাশ, এ সব কিছুরই আঁতুড়ঘর পাকিস্তান।’’

সেপ্টেম্বরে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে লড়াই হলে তার প্রভাব দু’দেশের সীমান্ত ছাড়িয়ে যাবে। সেই প্রসঙ্গ মনে করিয়ে অনন্যা বলেন, পাক নেতারা রাষ্ট্রপুঞ্জকে ব্যবহার করে পরমাণু যুদ্ধের প্রচার চালান এবং অন্য দেশের বিরুদ্ধে অস্ত্র ধরার কথা বলেন।

অনন্যার প্রশ্ন, ‘‘আমি যদি এই সম্মেলনে বলি যে পাকিস্তানের এক প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ সম্প্রতি ওসামা বিন লাদেনের মতো জঙ্গি এবং হক্কানিকে পাকিস্তানের নায়ক বলেছেন, কেউ বিশ্বাস করবে!’’

অনন্যা আরও বলেন, আর্থিকভাবে কোণঠাসা দেশটি (পাকিস্তান) তার খ্যাপাটে আচরণের জন্য পতনের দিকে এগিয়ে ক্রমশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে।

জয়নিউজ

The post সন্ত্রাসের ডিএনএ পাকিস্তানে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2r18VZ3

0 comments :

Post a Comment