https://ift.tt/34E0oKr
চট্টগ্রামে প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী রিয়েলিটি শো ‘মিস আইডল ২০২০’ প্রতিযোগিতা। এরই মধ্যে প্রতিযোগিতায় ইচ্ছুকদের জন্য শুরু হয়েছে রেজিষ্ট্রেশন। এ প্রতিযোগিতার আয়োজন করছে রাইজিং স্টার। এ প্রতিযোগিতায়র বিজয়ীকে দেওয়া হবে ১লাখ টাকার পুরুস্কার।
বুধবার (৬ নভেম্বর) নগরের বেলপেপার রেষ্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এ রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী।
‘মিস আইডল ২০২০’ আয়োজক কমিটির সভাপতি ইলিয়াছ রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চেয়ারম্যান মো. জসীম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক রণি রোজালিন, বেলপেপার রেষ্টুরেন্টে’র পরিচালক মো. নাছির উদ্দিন সোহাগ, বিউটিফুল ইউ’র এডমিন সুহা শবনম, রাইজিং স্টারের এডমিন নিলুফার খান নিলু ও আইকন মডেল ম্যানেজমেন্ট এন্ড ইভেন্ট’র পরিচালক সালমান দীপ্ত।
‘মিস আইডল ২০২০’ আয়োজক কমিটির সভাপতি ইলিয়াছ রিপন জানান, গুণবতী নারীদের নিয়ে বর্ণিল আয়োজনে রিয়েলিটি আমরা ইতোপূর্বে ‘মিসেস আইডল ২০১৯’ সমাপ্ত করেছি। ব্যাপক সাড়া পাওয়ায় এবার গুণবতী তরুণীদের নিয়ে মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মিস আইডল ২০২০’ কার্যক্রম শুরু করছি। অডিশন রাউন্ডে ঢাকা-চট্টগ্রামের নন্দিত তারকারা বিচারক হিসেবে অংশ নিবেন। রেজিষ্ট্রেশন সহ যাবতীয় কার্যক্রম সম্পর্কে জানতে ফেইসবুক পেইজ www.fb.com/missidol2020 ফলো করার অনুরোধ করছি।
জয়নিউজ/পিডি
The post চট্টগ্রামে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘মিস আইডল’ appeared first on জয়নিউজবিডি.
https://ift.tt/36wKaV0
0 comments :
Post a Comment