Sunday, November 10, 2019

জশনে জুলুশ: জেনারেটরের আগুনে দগ্ধ ৬

https://ift.tt/2NxEuCC

জশনে জুলুশে অংশগ্রহণকারী একটি পিকআপের জেনারেটরে আগুন লেগে ৪ শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছেন। তবে তাদের অবস্থা তেমন গুরুতর নয়।

রোববার(১০নভেম্বর) দুপুরে লালখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পিকআপের সাউন্ডসিস্টেম চালানোর সময় জেনারেটরে আগুন ধরে যায় এতে তারা আহত হন।

আহতরা হলেন, নূর নবী(৬), কাউছার(২০), রফিকুল ইসলাম (৮), রিফাত(১০), হৃদয়(১৬) ও ইয়ামিন (৯)। তারা সবাই বাকলিয়ার তুলাতলী এলাকা থেকে জশনে জুলুশে অংশগ্রহণ করেছিলেন। আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে বলেন, জেনারেটরের আগুনে দগ্ধ ৬জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জয়নিউজ/পিডি

 

The post জশনে জুলুশ: জেনারেটরের আগুনে দগ্ধ ৬ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NyIMtB

0 comments :

Post a Comment