Showing posts with label প্রতিবন্ধী. Show all posts
Showing posts with label প্রতিবন্ধী. Show all posts

Thursday, October 24, 2019

মুখ চেপে ধরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

https://ift.tt/33ZJ0Q0

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। ধর্ষিতা কিশোরী মাটিরাঙ্গার বড়নাল ইউনিয়ন হেডম্যানপাড়ার দিনমজুর মো. ইউনুছ মিয়ার মেয়ে।

এ অভিযোগে মো. আবু তাহের সর্দার প্রকাশ আবুল মিয়া (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে গ্রেপ্তার মো. আবু তাহের উপজেলার বড়নাল ইউনিয়নের হাজীপাড়ার বাসিন্দা।

ধর্ষিত বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জয়নিউজকে জানিয়েছেন মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামছুদ্দিন ভুইয়া।

জানা গেছে, বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরী মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরের দিকে বাড়ির পাশে হেডম্যানপাড়া ছড়ায় গোসল করতে মো. আবু তাহের তাকে পাখি দেখানোর প্রলোভন দেখিয়ে স্থানীয় চন্দ্র বিকাশ ত্রিপুরা মাস্টারের বাড়ির পাশে টিউবওয়েলের গোড়ায় নিয়ে গিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এসময় ওই প্রতিবন্ধী কিশোরীর চিৎকারে স্থানীয় চন্দ্র বিকাশ ত্রিপুরা মাস্টারের স্ত্রী ঘটনাস্থলে আসলে ধর্ষক মো. আবু তাহের পালিয়ে যায়।

ঘটনার সতত্য নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভূঁইয়া জয়নিউজকে বলেন, ধর্ষিতা কিশোরীর পিতার অভিযোগের ভিত্তিতে ধর্ষক মো. আবু তাহেরকে বৃহস্পতিবার সকালের দিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. আবু তাহের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি।

জয়নিউজ/সবুজ/এসআই

The post মুখ চেপে ধরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qILrYP