Tuesday, November 12, 2019

বন্দরে দুদকের গণশুনানি শুরু

https://ift.tt/2X3tIXY

দুদক

বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় চট্টগ্রাম বন্দরে দুর্নীতি দমন কমিশন ( দুদক) এর গণশুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল  সাড়ে ৯টায় শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে এ শুনানি শুরু হয়।

দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম নিজামীর সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কমিশনার ( তদন্ত)  এ.এফএম, আমিনুল ইসলাম।

এছাড়া এতে আরো উপস্থিত আছেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, দুর্নীতি দমন কমিশন ( দুদক)  চট্টগ্রাম কার্যালয়-১ এর উপরিচালক  নুরুল ইসলাম, হোসাইন শরীফ, নগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ  সিরাজুল ইসলাম কমু, সদস্য মো. আবু সাঈদ সেলিম ও বন্দরের বিভিন্ন সেক্টরের কর্মকর্তা ও কর্মচারিরা।

জয়নিউজ/রিফাত/পিডি

The post বন্দরে দুদকের গণশুনানি শুরু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NE0mN2

0 comments :

Post a Comment