Monday, November 11, 2019

শাহ আমানতে চার্জার লাইটে সোয়া ৮কেজি স্বর্ণ আটক

https://ift.tt/34Q7lbm

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৭০ পিস স্বর্ণের বারসহ মো. আখতারুজ্জামান খান (৩২) নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ।

সোমবার (১১ নভেম্বর) সকালে তাকে আটক করা হয়।

বিমানন্দর কর্তৃপক্ষ জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আসা আখতারুজ্জামান চার্জার লাইটের ব্যাটারি রাখার জায়গায় ৭০ পিস স্বর্ণের বার লুকানো ছিল। যার ওজন ৮ কেজি ২০০ গ্রাম।

জয়নিউজ/হিমেল/বিআর

The post শাহ আমানতে চার্জার লাইটে সোয়া ৮কেজি স্বর্ণ আটক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2CxF9xW

0 comments :

Post a Comment