https://ift.tt/2CwIPjn
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর তান্ডবে উপকূলীয় এলাকায় ৪ থেকে ৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। এছাড়া গাছ চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
রোববার সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘বুলবুল’এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা জানান।
তিনি বলেন, ঝড়ের গতিবেগ ছিল ৪০ থেকে ৯০ কিলোমিটার, এটা খুবই কম। যার ফলে ক্ষয়ক্ষতি এবার সেই রকম কিছু হয়নি। তবে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক মানুষকে আমরা সরিয়ে নিতে সক্ষম হয়েছিলাম। ৫ হাজার ৫৮৭টি আশ্রয় কেন্দ্রে ২১ লাখ ৬ হাজার ৯১৮ জনকে আমরা সফলভাবে সরিয়ে নিতে পেরেছি। নিরাপত্তা দিতে পেরেছি।
প্রতিমন্ত্রী বলেন, এই পর্যন্ত হতাহতের খবর খুব বেশি পাওয়া যায়নি। আমরা অফিসিয়ালি ২ জনের মৃত্যু নিশ্চিত করেছি। ৪ থেকে ৫ হাজার ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে।
জয়নিউজ/পিডি
The post ঘূর্ণিঝড়ে ৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী appeared first on জয়নিউজবিডি.
https://ift.tt/33yIb0p
0 comments :
Post a Comment