https://ift.tt/2NyI0g4
চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। রোববার (১০ নভেম্বর) এ অনুমতি দিলেন দেশটির সরকার।
তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসার জন্য তাকে জরুরিভিত্তিতে বিদেশে নেওয়া প্রয়োজন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, নওয়াজের বিদেশে চিকিৎসা নেওয়া দরকার বলে দেশের চিকিৎসকরা যে পরামর্শ দিয়েছেন তা আমলে নেওয়া হয়েছে। নওয়াজের পরিবার এখন তাকে বিদেশে নিয়ে যেতে পারবে।
সূত্র জানিয়েছে, চিকিৎসার জন্য সোমবার লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার সম্ভাবনা রয়েছে নওয়াজ শরিফের। তবে তার মেয়ে এবং রাজনৈতিক উত্তরাধিকারী মরিয়ম নওয়াজ শরিফ বাবার সঙ্গে যেতে পারবেন না। চাইলে শরিফের ভাই শেহবাজ শরিফ দেশের বাইরে যেতে পারেন।
জয়নিউজ/বিআর
The post বিদেশ যাওয়ার অনুমতি পেলেন নওয়াজ appeared first on জয়নিউজবিডি.
https://ift.tt/2Cykx8E
0 comments :
Post a Comment