https://ift.tt/2NGWE5j
নগরের বহদ্দারহাট এলাকার অভিযান চালিয়ে জসিম উদ্দিন সিরাজ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় জসিমের দেহ তল্লাশী করে ১৯ হাজার ৫৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে নিউ ম্যানিলা হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। জসিম গাজীপুরের ছিটপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহামুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি মোটরসাইকেলে আসা আরোহী জসিম উদ্দিনের দেহ তল্লাশি করে ১৯ হাজার ৫৭৫ পিস ইয়াবা পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে জসিম জানায়, দীর্ঘদিন ধরে সে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় পাচার করতো।
তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।
জয়নিউজ/পিডি
The post ১৯ হাজার ইয়াবাসহ আটক ১ appeared first on জয়নিউজবিডি.
https://ift.tt/2rABJYV
0 comments :
Post a Comment