https://ift.tt/2J1NuNY
নগরের খুলশীতে বিল্ডিং নির্মাণের কাজ করার সময় বাচ্চু মিয়া (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাচ্চু মিয়া কুমিল্লার কসবা থানার আছকিনা ইউনিয়নের মৃত আবদুস সামাদের ছেলে।
নির্মাণশ্রমিক মনির হোসেন বলেন, আনোয়ার সাহেবের বাড়িতে ২২ দিন ধরে আমরা বিল্ডিংয়ের বেইজড নির্মাণে কাজ করছিলাম। আজ বিকেলে কাজ করার সময় হঠাৎ পাশের একটি দেয়াল হেলে পড়ে। তখন গুরতর অবস্থায় আমরা বাচ্চু মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসি।
চমেক পুলিশ ফাঁডির ইনচার্জ মো. জহিরুল হক ভূঁইয়া বলেন, দক্ষীণ খুলশীর ১নং রোডের ৬নং বাড়িতে দেয়াল ধসে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জয়নিউজ/রিফাত/এসআই
The post খুলশীতে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু appeared first on জয়নিউজবিডি.
https://ift.tt/2NCuGHR
0 comments :
Post a Comment