https://ift.tt/2NXN6D3
কোর্টবিল্ডিং থেকে ছুটতে ছুটতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে মাটিতে লুটিয়ে পড়লেন অ্যাডভোকেট আতাউর রহমান। নিজের প্রাণসম সন্তান আর প্রিয় সহধর্মিনীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন। হাতের কাছে ছেলের সহপাঠী যাকে পাচ্ছেন তাকে জড়িয়ে ধরে আহাজারি করছেন।
রোববার (১৭ নভেম্বর) স্কুলে যাওয়ার জন্য মা ফারজানার (৩২) হাত ধরে বের হয়েছিলেন ছোট্ট শিশু আতিক (১০)। কিন্তু স্কুলে পৌঁছানোর আগেই পাথঘাটার গ্যাসলাইন বিস্ফোরণে প্রাণ হারান মা-ছেলে।
সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গাসলাইন বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পাঁচতলা ভবনটির নিচতলার দুটি দেয়াল ধসে পড়ে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। সেই হতভাগ্য ৭ জনের মধ্যে ফারজানা বেগম ও তার ছেলে আতিকও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
জয়নিউজ/কাউছার/পিডি
The post মায়ের হাত ধরে না ফেরার দেশে ছেলে appeared first on জয়নিউজবিডি.
https://ift.tt/2Qrhbwr
0 comments :
Post a Comment