Sunday, November 17, 2019

শোকদগ্ধদের পাশে নগরপিতা, নিহতের পরিবার পাবে লাখ টাকা

https://ift.tt/2NSu8h4

মৃত্যুপুরী পাথরঘাটা গিয়ে শোকদগ্ধদের পাশে দাঁড়িয়েছেন নগরপিতা আ জ ম নাছির উদ্দীন।

রোববার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে তিনি ঘটনাস্থলে যান।

চসিক মেয়র নিহতদের আাত্মার শান্তি কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া নিহতদের পরিবারকে ১ লাখ টাকা এবং লাশ পরিবহনের ব্যয় নির্বাহের আশ্বাস দেন।

এবং আহতদের চিকিৎসা দেওয়া হবে বলেও জানান তিনি।

জয়নিউজ/কাউছার/বিআর

The post শোকদগ্ধদের পাশে নগরপিতা, নিহতের পরিবার পাবে লাখ টাকা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2CPkvJN

0 comments :

Post a Comment