Sunday, November 10, 2019

সচল হলো চট্টগ্রাম বন্দর

https://ift.tt/36KkaWt

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শনিবার বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম বন্দর সচল হয়েছে।

রোববার (১০ নভেম্বর) বেলা দুইটা থেকে এনসিটিতে জাহাজ থেকে কনটেইনার উঠানামার কাজ শুরু হয়েছে।

বন্দর সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে বন্দরের এনসিটির ৩ ও ৪ নম্বর জেটিতে দুটি জাহাজ ভিড়ে। আবহাওয়া অধিদপ্তর সংকেত নামিয়ে নেওয়ার পর বহির্নোঙর থেকে জাহাজ জেটিতে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। ইয়ার্ড ও জেটিতে পুরোদমে কাজ চলছে।

জয়নিউজ/হিমেল/বিআর

The post সচল হলো চট্টগ্রাম বন্দর appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34NvBL2

0 comments :

Post a Comment