https://ift.tt/2X1FBxR
নগরে জুলুসের ভিড়ে হারিয়ে যাওয়া তিন শিশু কোতোয়ালি থানায় পুলিশের হেফাজতে রয়েছে। তবে তাদের অভিভাবককে এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১০ নভেম্বর) দুপুরে জামালখান এবং কাজীর দেউরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
শিশুগুলো হলো- সুমাইয়া (৫), রোমানা আক্তার (৮) এবং মো. রবিউল (৭)। এদের মধ্যে সুইমাইয়া ও রবিউলকে নগরের জামালখান থেকে এবং রোমানাকে কাজীর দেউরি এলাকা থেকে উদ্ধার করা হয়।
আরো পড়ুন: জশনে জুলুশ: জেনারেটরের আগুনে দগ্ধ ৬
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জয়নিউজকে বলেন, জুলুসে মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া তিন শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে তাদের অভিবাবকদের সন্ধান এখনো পাওয়া যায়নি। তাদের পরিবার সম্পর্কে কোনো তথ্য থাকলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
জয়নিউজ/রিফাত/এসআই
The post জুলুসে এসে হারিয়ে গেল তারা, পাওয়া যায়নি অভিভাবক appeared first on জয়নিউজবিডি.
https://ift.tt/2Cu0yYP
0 comments :
Post a Comment