Sunday, November 17, 2019

স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় তরুণীকে গণধর্ষণ

https://ift.tt/358MgJ9

স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় গণধর্ষণ করা হয়েছে এক তরুণীকে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এ ঘটনা ঘটে।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মামলা করলে ধর্ষণে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন একই উপজেলার কেশবপুর গ্রামের মেহেরুল ইসলাম ও গোপাল চন্দ্র বর্মন।

মামলার বিবরণে জানা যায়, প্রায় এক বছর আগে পরিবহন শ্রমিক মেহেরুলের সঙ্গে পরিচয় হয় পোশাক শ্রমিক ওই তরুণীর। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং বিয়ে হয়।

এরপর মেহেরুল তরুণীকে ঢাকায় রেখে বাড়িতে পালিয়ে যায়। পরে মেয়েটি স্ত্রীর স্বীকৃতির দাবি জানালে মেহেরুল তাকে পাঁচবিবিতে যেতে বলেন।

তরুণী পাঁচবিবি গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মেহেরুল তাকে বাড়ি নেওয়ার কথা বলে বাগুয়ান এলাকার নদীতীরে নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে মেহেরুলসহ তিনজন পালাক্রমে তাকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে ওই তিনজন পালিয়ে যায়।

ধর্ষিতা তরুণীর বাড়ি ফরিদুপরের আলফাডাঙ্গা উপজেলার চর আজমপুর গ্রামে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জয়নিউজ

The post স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় তরুণীকে গণধর্ষণ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2OntbfJ

0 comments :

Post a Comment