Sunday, November 10, 2019

বুলবুল: বাংলাদেশ ২, ভারত ২

https://ift.tt/32wKlfX

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবে পটুয়াখালী ও খুলনায় নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (১০ নভেম্বর) ভোরে ঝড়ের সময় ঘর ও গাছচাপা পড়ে এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামের হামেদ ফকির (৬০) ও খুলনার দাকোপ উপজেলার প্রমিলা মণ্ডল (৫২)।

এখনো ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে  এ অঞ্চলে মাঝারি, কখনো মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।

ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর আঘাত হানে। এসময় উপকূলে ঘণ্টায় ১১৫ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। ‘বুলবুল’র তাণ্ডবে কলকাতা ও ওডিশায় দুজনের মৃত্যু হয়।

জয়নিউজ/পিডি

The post বুলবুল: বাংলাদেশ ২, ভারত ২ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34PUztt

0 comments :

Post a Comment