Saturday, November 09, 2019

জিইসি মোড়ে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ২

https://ift.tt/34FHmTG

নগরের খুলশীর জিইসি মোড় আক্তারুজ্জামান ফ্লাইওভারের নিচ থেকে একটি প্রাইভেটকার ও ৭ হাজার ৭০০ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

শনিবার (৯ নভেম্বর) তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-মো. তুহিন ইসলাম (২৯) ও ড্রাইভার নুর জামাল (৩০)।

তুহিন ঢাকা ওয়ারীর মো. সাইদুল ইসলামের ছেলে ও জামাল ফরিদপুরের চন্দ্রশেখর গ্রামের মোল্লা বাড়ির নুর নবীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদ ভিত্তিতে আক্তারুজ্জামান ফ্লাইওভারের নিচে তল্লাশি চালিয়ে একটি প্রাইভেটকারসহ তুহিন ও ড্রাইভার জামালকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ হাজার ৭০০পিস ইয়াবা ও প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়।তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্নস্থানে খুচরা ও পাইকারি বিক্রেতাদের নিকট বিক্রি করে আসছে।

আটককৃতদের খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/বিআর

 

The post জিইসি মোড়ে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ২ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NvIbsJ

0 comments :

Post a Comment