https://ift.tt/32A82nH
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এসএম মনিরুল হাসান নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। একইসঙ্গে স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. কাজী এসএম খসরুল আলম কুদ্দুসী।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জয়নিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার কেএম নুর আহমদ।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে অধ্যাপক ড. মনিরুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। আর এফ রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. কাজী এসএম খসরুল আলম কুদ্দুসী। তারা আগামী ১ বছর এ দায়িত্ব পালন করবেন।’
উল্লেখ্য, চলতি বছরের ১৭ জুন থেকে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পান সহকারী প্রক্টরের দায়িত্বে থাকা প্রণব মিত্র চৌধুরী। এদিকে প্রক্টরের দায়িত্ব পাওয়ার আগে অধ্যাপক এসএম মনিরুল হাসান স্যার এ এফ রহমান হলের প্রভোস্টের দায়িত্ব পালন করছিলেন।
জয়নিউজ/নবাব/পিডি
The post চবির নতুন প্রক্টর মনিরুল, এফ রহমান হলের প্রভোস্ট খসরু appeared first on জয়নিউজবিডি.
https://ift.tt/2q3GIko
0 comments :
Post a Comment