https://ift.tt/2PUYyQZ
দিল্লিতে জয়ের পর এখন বাংলাদেশের ক্রিকেটারদের সিরিজ জয়ের হাতছানি। টি-টোয়েন্টিতে ভারতের মত শক্তিশালী দলেকে হারাতে মাহমুদউল্লাহ রিয়াদরা মুখিয়ে আছেন এখন। রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামার জন্য প্রস্তুত টাইগাররা।
কিন্তু দিল্লিতে যেমন চোখ রাঙিয়েছিল মারাত্মক বায়ুদূষণ, তেমনি রাজকোটেও চোখ রাঙাচ্ছিল ঘূর্ণিঝড় ‘মাহা’। আরব সাগর থেকে উঠে আসা এই ঘূর্ণিঝড় মাহার প্রভাবে রাজকোটে বৃষ্টির সম্ভাবনা ছিল।
তবে ঘূর্ণিঝড়ের দিক বদলে গুজরাট উপকূল, আহমেদাবাদ ছেড়ে মাহার গন্তব্য কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালার দিকে সরে গেছে। যে কারণে রাজকোটেও কমে এসেছে ঝড়ের প্রকোপ। বুধবার (৭ নভেম্বর) কিছুটা বৃষ্টিপাত হলেও আজকের খবর হচ্ছে, সকাল থেকেই রাজকোটে রৌদ্রোজ্জল আবহাওয়া। তাই মাঠে এই মহারণের ম্যাচ গড়ানোর আশা করতে পারেন ক্রিকেট ভক্তরা।
জয়নিউজ/পিডি
The post রাজকোটে সিরিজ জয়ের স্বপ্ন টাইগারদের appeared first on জয়নিউজবিডি.
https://ift.tt/2NRyaVP
0 comments :
Post a Comment