https://ift.tt/2OmjZIm
গ্যাসলাইন বিস্ফোরণে পুড়ে যাওয়া সেই অর্পিতা নাথকে ঢাকা বার্ণ ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে।
জানা যায়, শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে অর্পিতার।
অর্পিতা নগরের কৃষ্ণকুমারী স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। নগরের পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাসলাইন বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছে এই স্কুলশিক্ষার্থী।
রাঙ্গুনিয়ার লালারহাট সুধাংশু নাথের বাড়ির কাজল নাথের মেয়ে অর্পিতা। তার মায়ের নাম মনি রানী।
প্রসঙ্গত, রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টায় নগরের পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাসলাইন বিস্ফোরণ হয়। এতে ৭ জন নিহত হন।
জয়নিউজ/কাউছার/বিআর
The post ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে সেই অর্পিতাকে appeared first on জয়নিউজবিডি.
https://ift.tt/2OlfvSd
0 comments :
Post a Comment