https://ift.tt/2JId2A4

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চারদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ। গতকাল চট্টগ্রামের ডিটি রোডস্থ বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চারদিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে ছোটদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘পাখপাখালির আসর’, শানে মোস্তফা (সা.) মাহফিল, গুণীজন সংবর্ধনা ও আজিমুশশান ওয়াজ মাহফিল এবং আখেরী মুনাজাত।
আয়োজকরা জানান, এ বছর তিনজন গুণীব্যক্তিকে সংবর্ধনা ও একজন প্রয়াত গুণীকে স্মরণ করা হবে। তারা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ইউএসটিসি’র শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এ জে এম সাদেক, মমতা চট্টগ্রামের নির্বাহী প্রধান রফিক আহমদ এবং মরহুম সাংবাদিক হেলাল হুমায়ুন।
সংগঠনের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মৌলভী ক্বারী বেলাল উদ্দিন, মাওলানা মোহাম্মদ আবদুশ শাকুর, প্রফেসর ড. মাওলানা সাইয়েদ মোহাম্মদ আবু নোমান, মাওলানা আবুল হায়াত মোহাম্মদ তারেক, মোহাম্মদ ওবাউদুল্লাহ, হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, মুহাম্মদ জাফর উল্লাহ প্রমুখ।
জয়নিউজ/আরডি/পিডি
The post ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বায়তুশ শরফে চারদিনব্যাপী অনুষ্ঠান appeared first on জয়নিউজবিডি.
https://ift.tt/2PDirw1
0 comments :
Post a Comment