Saturday, November 02, 2019

প্রচারণার সময় কোনো পরিবহনের বিরুদ্ধে মামলা দেওয়া হবে না: কাদের

https://ift.tt/338MNuj

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে সারাদেশে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। এ প্রচার-প্রচারণা ১ নভেম্বর থেকেই সাতদিন চলবে এবং এই সময়ের মধ্যে কোনো পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

পরিদর্শনের সময় ওবায়দুল কাদের নিজেও বিভিন্ন পরিবহন চালক ও যাত্রীদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান ড. আহসানুল করিম, পুলিশের অতিরিক্ত আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকসহ বিআরটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জয়নিউজ/বিআর

The post প্রচারণার সময় কোনো পরিবহনের বিরুদ্ধে মামলা দেওয়া হবে না: কাদের appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2r8bPM1

0 comments :

Post a Comment