https://ift.tt/36u4jej
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরীক্ষা দিতে এসে বাবাকে হারিয়েছেন তিন্নি দাশ। পিতা মৃণাল দাশ (৫২) সিএনজি চালিয়ে পরিবারের অর্থ যোগান দিতেন। তার মৃত্যুতে হুমকির মুখে পড়ে যায় তিন্নির পড়ালেখা।
তবে চসিক মেয়র তিন্নি দাশের মায়ের সঙ্গে কথা বলে তিন্নির পড়ালেখার সমস্ত ব্যয়ভার বহন করার আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে তিন্নির একমাত্র ভাই সানি দাশের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করারও উদ্যোগ নিয়েছেন তিনি। সানি নগরীর আগ্রাবাদ কমার্স কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন।
মেয়র নাছির শুক্রবার (১ নভেম্বর) বিকেলে তিন্নি দাশের মায়ের সঙ্গে কথা বলেন। শোকাহত পরিবারের খোঁজ খবর নেন তিনি।
তিন্নির ভাই সানি দাশ জয়নিউজকে বলেন, মেয়র আমার মায়ের সঙ্গে কথা বলেছেন। তিনি যোগ্যতা অনুযায়ী আমার চাকরি ও তিন্নির পড়ালেখার সমস্ত ব্যয় বহন করতে আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, ৩০ অক্টোবর চবির সি’ ইউনিটের পরীক্ষা দিয়ে ফেরার পথে শাটল ট্রেনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মৃণাল দাশ।
জয়নিউজ/নবাব/বিআর
The post তিন্নির পরিবারকে মেয়র নাছিরের আশ্বাস appeared first on জয়নিউজবিডি.
https://ift.tt/2PCOex2
0 comments :
Post a Comment