https://ift.tt/32n7imq

পার্বত্য জেলা খাগড়াছড়িতে তিন মাসের বর্ষাবাস (উপোস) শেষে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় শুরু হয়েছে কঠিন চীবর দানোৎসব।
শুক্রবার (১৮ অক্টোবর) শতবর্ষী য়ংড বৌদ্ধ বিহারে বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, হাজার বাতি দান ও ধর্ম দেশনার মধ্যদিয়ে শুরু হয় কঠিন চীবর দানোৎসব।
সকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রদীপ প্রজ্বলন, ফুল-ফল দিয়ে পূজার পাশাপাশি প্রার্থনা করেন। এসময় ভান্তেকে ছোয়াইং (খাবার) প্রদান করেন ভক্তরা।
সন্ধ্যায় ভগবান বুদ্ধের উদ্দেশ্যে আকাশে আকাশে ফানুস উড়িয়ে এবং সহস্র প্রদীপ জ্বালিয়ে জগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করা হবে।
জয়নিউজ/সবুজ
The post খাগড়াছড়িতে নানা আয়োজনে শুরু কঠিন চীবর দানোৎসব appeared first on জয়নিউজবিডি.
https://ift.tt/2nVBgPs
0 comments :
Post a Comment