https://ift.tt/2JyGXKD
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কাপ্তাই উপ-কেন্দ্রের কর্ম চারী তাপস কান্তি দত্ত (৫০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে রাইট ব্যাংক এলাকার কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে নদীতে মরদেহ ভাসছে এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে। পরে পুলিশ তাপসের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
এই উপ-কেন্দ্রের জুনিয়র রেফ্রিজারেশন অপারেটর তাপস কান্তি দত্ত (৫০) গত ২৭ অক্টোবর ১২ দিনের ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। এরপর থেকেই নিখোঁজ তাপস নিখোঁজ রয়েছেন। তাপসের কোনো হদিস না পেয়ে ২৯ অক্টোবর তার স্ত্রী শিউলি দত্ত কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
জিডির সূত্র ধরে কাপ্তাই প্রজেক্ট পুলিশ বুধবার (৩০ অক্টোবর) তাপসকে খুঁজতে থাকে। ওইদিন বিকেলে ফাঁড়ির টহল পুলিশ কাপ্তাই প্রজেক্ট ভেতরের হেলিপ্যাড এলাকার পাশের জঙ্গলে তাপসের পরিহিত লুঙ্গি, শার্ট ও একটি নীল রঙের স্যান্ডেল খুঁজে পেয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন বলে জানা গেছে।
জয়নিউজ/লাভলু/পিডি
The post নদীতে ভাসমান অবস্থায় বিএফডিসি কর্মচারীর লাশ উদ্ধার appeared first on জয়নিউজবিডি.
https://ift.tt/2PzRQjw
0 comments :
Post a Comment