Thursday, October 31, 2019

ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ

https://ift.tt/2otShR0

বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তার সম্পদ ক্রোক করা হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।

ফালুর জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে- রেজা প্রপার্টিজের ৯৩ কোটি টাকা মূল্যের ৯৩ লাখ শেয়ার। রাকীন ডেভেলপমেন্ট কোম্পানির শতকরা ২০ ভাগ শেয়ার (২ কোটি ৬৯ লাখ ৮১ হাজার ১২০টি), যার বাজার মূল্য ২০০ কোটি টাকা। রোজা এন্টারটেইনমেন্ট এফজেডই’র ২০ লাখ টাকার শেয়ার, রোজা ইনভেস্টমেন্ট এলএলসির ২৯ লাখ ৪০ লাখ টাকার শেয়ার, আইএফআইসি ব্যাংকের কারওয়ানবাজার শাখায় রোজা প্রপার্টিজের ব্যাংক হিসাব এবং ৫০ কোটি টাকা মূল্যের কাকরাইলের ২২ দশমিক ৫৩ শতাংশ বাণিজ্যিক প্লট।

জানা গেছে, ৩০ অক্টোবর (বুধবার) দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান ফালুর সম্পদ ক্রোকের আবেদন করেন আদালতে। ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আল মামুন ওই আবেদন মঞ্জুর করায় দুদক ফালুর সম্পদ ক্রোকের উদ্যোগ নেয়।

জয়নিউজ/বিআর

The post ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2JyS863

0 comments :

Post a Comment