Wednesday, October 30, 2019

বন্দুকসহ মামা ইকবাল গ্রেপ্তার

https://ift.tt/2WqlUPE

নগরের সিআরবি রেলওয়ে বক্ষ ব্যাধি হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে দেশীয় বন্দুকসহ মো. ইকবাল (৩২) প্রকাশ মামা ইকবাল নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ইকবাল ভোলার মো. শাহজাহানের ছেলে।

নগর গোয়েন্দা (উত্তর) উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী মামা ইকবালকে একটি দেশীয় বন্দুকসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

জয়নিউজ/পিডি

The post বন্দুকসহ মামা ইকবাল গ্রেপ্তার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2prRosF

0 comments :

Post a Comment