Monday, October 28, 2019

পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ২ যুবক

https://ift.tt/2pXyl9A

নগরের স্টেশন রোড এলাকা থেকে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

রোববার (২৭ অক্টোবর)রাত ৮টায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো, লোহাগাড়ার আধুনগর পাল পাড়ার প্রেমধীর পালের ছেলে সুজন পাল (২৮) ও মৃত বিমল পালের ছেলে শ্যামল পাল (২৬)।

এর আগে, শনিবার (২৬ অক্টোবর)দুপুরে নগরের ডিসি হিলে বিপন দাশ (১৬) নামে এক শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় সুজন ও শ্যামল নিজেদের পুলিশ পরিচয় দেয়। তারা বিপনের হাতে থাকা মোবাইল কেড়ে নিতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। একপর্যায়ে তাকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে ঝাউতলা গলির মুখে নিয়ে আসা হয়। সেখানে বিপনকে ভয় দেখিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

রোববার সুজন ও শ্যামলকে স্টেশন রোড এলাকায় ঘুরতে দেখে টহল পুলিশকে খবর দেন বিপন। এরপর পুলিশ তাদের আটক করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন জানান, জিজ্ঞাসাবাদে মোবাইল ফোন ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। টহল পুলিশ ছিনতাইকারী সুজনের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেছে। আসামিরা পুলিশ সদস্য পরিচয় দিয়ে ছিনতাই করে আসছিল।

জয়নিউজ/হিমেল/পিডি

 

The post পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ২ যুবক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36fkf4i

0 comments :

Post a Comment