Friday, October 25, 2019

বরফ নিয়ে ব্যস্ততা

https://ift.tt/2ogMnCR

আর মাত্র চারদিন পর শেষ হবে নিষেধাজ্ঞা। ৩০ অক্টোবর থেকে মাছ ধরতে ফের সাগর পাড়ি দিবেন জেলেরা।

এর আগে মাছ ধরতে গিয়ে বরফের সংকটে ভুগতে হয়েছিল জেলেদের। এ কারণে জালে প্রচুর মাছ উঠলেও সব মাছ সংরক্ষণ করা সম্ভব হয়নি।

সংকটের কথা মাথায় রেখেই এবার আগেভাগে মজুদ করা হচ্ছে বরফ। শ্রমিকদের বোটে বরফ তোলার ছবি দুটি নগরের ফিশারিঘাট থেকে তোলা।

জয়নিউজ

The post বরফ নিয়ে ব্যস্ততা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2N4L5mA

0 comments :

Post a Comment