https://ift.tt/31ujHE0

কঙ্গোর রাজধানী কিনশাসায় একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। রোববার (২০ অক্টোবর) রাতে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
কঙ্গোর রেড ক্রসের মুখপাত্র ডেভিড সিয়ালা এএফপিকে বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৮ জন আগুনে দগ্ধ হয়েছেন।
তিনি আরও বলেন, আমরা মরদেহ শনাক্ত করতে কাজ করে যাচ্ছি। ওই বাসটি যাত্রী এবং মালামালে পরিপূর্ণ ছিল। লুফু এলাকা থেকে কিনশাসার দিকে যাচ্ছিল বাসটি।
কিনশাসা থেকে ১৫০ কিলোমিটার দূরে বানজা-গুংগু এলাকায় বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এতে বাসটি দুর্ঘটনায় পড়ে আগুন ধরে যায়। রোববার মধ্যরাত একটার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীরর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি। তিনি আহতদের চিকিৎসা নিশ্চিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
জয়নিউজ/পিডি
The post কঙ্গোয় বাস দুর্ঘটনায় নিহত ৩০ appeared first on জয়নিউজবিডি.
https://ift.tt/2VXLewt
0 comments :
Post a Comment