Wednesday, October 30, 2019

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: গিয়াস কাদেরের ৩ বছরের কারাদণ্ড

https://ift.tt/2NrGsTM

বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে দেওয়ায় দায়ের করা এক মামলায় তাকে এই সাজা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ স ম শহিদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন। গিয়াস উদ্দিন বর্তমানে পলাতক আছেন।

প্রসঙ্গত, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গত বছরের মে মাসের ২৯ তারিখে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিএনপি’র এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে উসকানিমূলক বক্তব্য দেন। এ ঘটনায় ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি বাদি হয়ে গিয়াস উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই।

জয়নিউজ/পার্থ/পিডি

 

The post প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: গিয়াস কাদেরের ৩ বছরের কারাদণ্ড appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Jymrd4

0 comments :

Post a Comment