Monday, October 21, 2019

সেই ট্রলি ব্যাগে মিললো খণ্ডিত লাশ

https://ift.tt/2P4ee44

ময়মনসিংহ শহরে বিস্ফোরক থাকতে পারে এমন সন্দেহে ঘিরে রাখা একটি ট্রলি ব্যাগে এক যুবকের হাত পা বিহীন দ্বিখণ্ডিত লাশ পেয়েছে পুলিশ। তবে যুবকটির পরিচয় এখনো পাওয়া যায়নি।

বিস্ফোরক থাকতে পারে এমন সন্দেহে পুলিশ ও র্যা ব সদস্যরা রোববার (’২০ অক্টোবর) রাত থেকে ব্যাগটি ঘিরে ছিলেন। সোমবার (২১ অক্টোবর) সকালে ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ব্যাগটি খুলে লাশ দেখতে পান।

জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, “ওই যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বছর। তাকে হত্যার পর লাশ দ্বিখণ্ডিত করা হয়েছে বলে আমাদের মনে হয়েছে। আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি।”

প্রসঙ্গত, শহরের পাটগুদাম ব্রিজের কাছে রোববার সকাল থেকে লাল রঙের ওই ট্রলি ব্যাগটি পড়ে ছিল। ট্রাফিক পুলিশের এক সদস্যের সন্দেহ হলে সন্ধ্যায় তিনি বিষয়টি পুলিশকে জানান। এরপর রাত ৮টার দিকে পুলিশ ও র্যা ক সদস্যরা সেখানে গিয়ে ব্যাগটি ঘিরে অবস্থান নেন।

জয়নিউজ/পিডি

The post সেই ট্রলি ব্যাগে মিললো খণ্ডিত লাশ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2BqlwHk

0 comments :

Post a Comment