https://ift.tt/2pVnOf4
চট্টগ্রামের মানুষদের প্রিয় খাবারের একটি শুঁটকি। এই চাহিদার জন্যই কর্ণফুলী নদীর পাড়ে গড়ে উঠে একের পর এক শুঁটকি পল্লী।
তবে হালে হারিয়ে গেছে শুঁটকি পল্লীর জৌলুস। নদীর তীরে উন্নয়নকাজ চলায় বিলীন হয়ে গেছে একের পর এক শুঁটকি পল্লী।
আগে শীত এলেই কর্ণফুলী নদীর পাড়জুড়ে দেখা যেত মাচান আর মাচান। এসব মাচানের কোনোটিতে লইট্যা, আবার কোনোটিতে শুকানো হতো ছুরি শুঁটকি। সে এক অন্যরকম দৃশ্য।
ঋতুর পরিবর্তনে আবার আসছে শীত। তবে আগের সেই দৃশ্য কর্ণফুলী নদীপাড়ে নেই। হাতেগোনা কিছু শ্রমিককে দেখা গেল শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় কাটাতে।
জয়নিউজ
The post শীত আসছে, তবে দেখা নেই সেই দৃশ্যের appeared first on জয়নিউজবিডি.
https://ift.tt/2Wn9mIX
0 comments :
Post a Comment