https://ift.tt/2pjz5Gl
রামগড়ের আনন্দপাড়ায় ভারত থেকে পাচার হয়ে আসা দেড়লাখ পিস নাইমসুলাইড নিষিদ্ধ সিরাপসহ মো. আরাফাত হোসেন (১৮) ও মো. শহিদুল ইসলাম আরিফ নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি।
বুধবার (৩০ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহলদল রামগড় বাজারের পাশে আনন্দপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ওষুধসহ তাদের আটক করা হয়। জব্দ ওষুধসহ আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
জয়নিউজ/শ্যামল/বিআর
The post ভারতীয় ওষুধসহ আটক ২ appeared first on জয়নিউজবিডি.
https://ift.tt/2pvh9s5
0 comments :
Post a Comment