Monday, October 21, 2019

সাতকানিয়ায় গাড়ি উল্টে বৃদ্ধ নিহত

https://ift.tt/2JafpLB

সাতকানিয়ার কেরানিহাট এলাকায় গাড়ি উল্টে রহিম বক্স (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রহিম বান্দরবানের লামার মৃত মনসুর আলীর ছেলে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে কেরানিহাটের বাইতুল ইজ্জত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, একটি মাহিন্দ্রা পরিবহন কেরানিহাট আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ওই পরিবহনে থাকা রহিম বক্স গুরুতর আহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে বলেন, লামা থেকে রহিম বক্সকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জয়নিউজ/বিআর

The post সাতকানিয়ায় গাড়ি উল্টে বৃদ্ধ নিহত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Brhz5c

0 comments :

Post a Comment