https://ift.tt/31MyMAR
বোয়ালখালীতে গাছ থেকে পড়ে মো. নাছির (৪০) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডীর শাহ্ মোহাম্মদ চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মো. নাছির একই এলাকার মৃত শামসুল আলমের ছেলে। ব্যক্তিজীবনে তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।
স্থানীয় পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন চৌধুরী আবু জানান, নাছির সকালে গাছের ডাল কাটতে গাছে ওঠেন। এ সময় হঠাৎ নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় নাছিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। নাছির মজুরির বিনিময়ে কাজের পাশাপাশি এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন জয়নিউজকে বলেন, গুরুতর আহত নাছিরকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
=জয়নিউজ/মাসুদ/পিডি
The post গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু appeared first on জয়নিউজবিডি.
https://ift.tt/3440LNM
0 comments :
Post a Comment