Thursday, October 24, 2019

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন নুসরাতের মা

https://ift.tt/2PeY9Zn

নুসরাতের মা

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার মা শিরীন আক্তার। একইসঙ্গে এই রায়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে রায়ের পর ফেনীর সোনাগাজীর নিজের বাড়ি থেকে সংবাদমাধ্যমকে রায়ের প্রতিক্রিয়া শিরীন আক্তার এসব কথা বলেন।

আরও পড়ুন: নুসরাত হত্যা: সেই অধ্যক্ষসহ ১৬ জনের ফাঁসি

তিনি বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট। এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর কারণে মেয়ে হত্যার সুষ্ঠু বিচার পেয়েছি। তার সঙ্গে আবার দেখা করেও ধন্যবাদ জানাতে চাই।

প্রধানমন্ত্রী আমাকে দুঃখ প্রকাশ করে বলেছিলেন, মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করেছি। কিন্তু সম্ভব হয়নি। এর সুষ্ঠু বিচার হবে। এসময় তিনি এই রায় উচ্চ আদালতে বহাল এবং দ্রুত কার্যকরের প্রত্যাশা প্রকাশ করেন।

জয়নিউজ/এসআই

The post প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন নুসরাতের মা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pMjtLi

0 comments :

Post a Comment