Friday, October 18, 2019

রাসেল বেঁচে থাকলে দেশের জন্য অনেক কিছুই করত: প্রধানমন্ত্রী

https://ift.tt/2o0Yfc0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে শেখ রাসেল বেঁচে থাকলে হয়তো দেশের জন্য অনেক কিছু করত। মাঝে মাঝে মনে হয় ৫৪ বছর বয়সে কেমন হতো দেখতে তাকে? বলতে বলতে অশ্রুসিক্ত চোখে থেমে যান প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

শুক্রবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যখন সে আব্বা বলে ডাকতো তখন মা বলত, আমি তোমার আব্বা। আমাকেই আব্বা ডাকো। সেই জন্যই সে জেলখানায় গিয়ে আব্বাকেও আব্বা বলে ডাকতো, আম্মাকেও আব্বা বলে ডাকতো।

জয়নিউজ/বিআর

The post রাসেল বেঁচে থাকলে দেশের জন্য অনেক কিছুই করত: প্রধানমন্ত্রী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32teuxg

0 comments :

Post a Comment