Friday, October 18, 2019

ভিক্ষুকের অ্যাকাউন্টে মিলল সাড়ে ৭ কোটি টাকা!

https://ift.tt/2pw0ww7

ওয়াফা মোহাম্মদ আওয়াদ নামে এক ভিক্ষুকের ব্যাংক অ্যাকাউন্টে মিলল প্রায় ৯ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় ৭ কোটি ৬০ লাখের বেশি।

লেবাবননের বাসিন্দা ওয়াফা এ নারীর ব্যাংক এ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ অর্থের সন্ধান পাওয়া গেছে বলে খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের অনুরোধে জামাল ট্রাস্ট ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর এ বিষয়টি সামনে আসে। গত আগস্টে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সহায়তার অভিযোগে ব্যাংটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

এরপর লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রিয়াদ সালামেহ জামাল ব্যাংকের গ্রাহকদের আশ্বস্ত করেন যে, তাদের আমানত এবং অর্থ নিরাপদ আছে।

ওয়াফা মোহাম্মাদ আওয়াদের নামে দুটি চেক ইস্যু করে ২ অক্টোবর বিকেলে লেবানিজ সেন্ট্রাল ব্যাংক। যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা প্রমাণ করে, ওই ভিক্ষুক একজন কোটিপতি ছিলেন।

ওই নারী হাজি ওয়াফা মোহাম্মাদ আওয়াদ নামে পরিচিত।

তিনি সিডন শহরের একটি হাসপাতালের সামনে প্রতিদিন ভিক্ষা করেন। হানা নামে ওই হাসপাতালের এক নার্স বলেন, ওয়াফা একজন ভিক্ষুক হিসেবেই পরিচিত। বেশিরভাগ সময়ই তিনি হাসপাতালের গেটে ভিক্ষা করেন।

প্রায় ১০ বছর ধরে তিনি এই কাজ করছেন। আশপাশের সবাই তাকে চেনে। এই খবর ছড়িয়ে পড়ার পর এখন তিনি শহরের সবচেয়ে আলোচিত ইস্যু।

জয়নিউজ/বিআর

The post ভিক্ষুকের অ্যাকাউন্টে মিলল সাড়ে ৭ কোটি টাকা! appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33KMIgi

0 comments :

Post a Comment