https://ift.tt/2J15fwV

প্ল্যাটফর্মে যাত্রীর ভিড়, আসছে ট্রেন। ভিড়ের মধ্যে ধাক্কা খেয়ে রেললাইনে পড়ে গেলেন এক নারী। রেললাইনে পড়ে অজ্ঞান হয়ে যান তিনি। এদিকে আসছে ট্রেন!
ট্রেন কাছাকাছি চলে আসায় কেউ রেললাইনে নেমে ওই নারীকে উদ্ধারের সাহসও করছেন না। ট্রেন চলে এসেছে একেবারে প্ল্যাটফর্মের কাছে। এ অবস্থায় প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা হাতের ইশারায় চালককে ট্রেন থামানোর বার্তা দেন।
বিচক্ষণ চালক ইশারা বুঝতে পেরে জোরে কষলেন ব্রেক। ওই নারীর থেকে কয়েক হাত দূরে থামল ট্রেন! এরপর যাত্রীরা মিলে ওই নারীকে উদ্ধার করেন।
ম্যারাডোনার দেশ আর্জেন্টিনার রাজধানী বুয়েনাস আইরসের একটি স্টেশনে সম্প্রতি ঘটেছে এ ঘটনা। ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল। দেখুন সেই ভিডিও-
জয়নিউজ
The post ধাক্কা খেয়ে রেললাইনে পড়ে অজ্ঞান নারী, আসছে ট্রেন… appeared first on জয়নিউজবিডি.
https://ift.tt/2Bllb91
0 comments :
Post a Comment