Friday, October 18, 2019

আগামী পূজায়ও মিতিন মাসি

https://ift.tt/2IZ8Uv9

ভারতের কলকাতায় এবারের পূজায় ব্যবসাসফল ছবি ‘মিতিন মাসি’। আগামী পূজায়ও নতুন গল্প নিয়ে ফিরবে এই ছবি।

আগামী পূজায় আবারও ব্যোমকেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবে গোয়েন্দা মিতিন। এবার শহরের গণ্ডি ছেড়ে সে পাড়ি দেবে দক্ষিণ ভারতের কেরলায়।

ছবির পরিচালক অরিন্দম শীল জানান, সিরিজ় করার কোনো পরিকল্পনা ছিল না। কারণ আগামী বছরের ছবির প্ল্যান আমার হয়ে গেছে। তবে দর্শকরা আমাকে বাধ্য করেছেন। পরের মিতিনের জন্য দর্শকদের কাছ থেকে এত বেশি অনুরোধ পেয়েছি, বলার নয়।

ছবির নায়িকা কোয়েল মল্লিক বলেন, আগেই জানতাম, আমরা উইনিং টিম। যে প্রতিক্রিয়া প্রত্যাশা করেছিলাম, হল ভিজ়িটে গিয়ে দর্শকের মুখে সেই কথাই শুনেছি, ‘আমরাও মিতিন হতে চাই’।

মিতিনের স্বামী পার্থ ও বোনঝি টুপুরের চরিত্রটিও এই ছবিতে আরও বেশি উন্মোচিত হবে। তবে ছবির বাকি কাস্ট এখনও চূড়ান্ত নয়।

জয়নিউজ

The post আগামী পূজায়ও মিতিন মাসি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2IZ5Hvi

0 comments :

Post a Comment