Tuesday, October 15, 2019

সিজেকেএস উশু একাডেমির শরৎকালীন প্রতিযোগিতা সম্পন্ন

https://ift.tt/2MLRzXk

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) উশু একাডেমি আয়োজিত শরৎকালীন অভ্যন্তরীণ উশু প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এমএ আজিজ স্টেডিয়ামে জিমনেসিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দিনব্যাপী মোট ৮টি ক্যাটাগরিতে একাডেমির ৭০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে সনদ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির প্রেসিডেন্ট অ্যাডভোকেট আবু আনিস খান, ভাইস প্রেসিডেন্ট মো. ফরিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সেক্রেটারি আবদুল্লাহ আল ফয়সাল, দপ্তর সম্পাদক মো. নবাব মিয়া, ফারজানা খানম, জিন্নাত আক্তার জিম, মেহরাজ হোসেন ও মো. মিরাজ রশীদসহ অন্যান্য নেতারা।

পরে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

জয়নিউজ/বিআর

The post সিজেকেএস উশু একাডেমির শরৎকালীন প্রতিযোগিতা সম্পন্ন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2plvN4Y

0 comments :

Post a Comment