Tuesday, October 15, 2019

কাপ্তাইয়ে গাছে ঝুলন্ত পাওয়া গেল বিধবার লাশ

https://ift.tt/2IRJ9wq

কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে সুইক্রাচিং মারমা (৩৫) নামে এক বিধবা নারীর লাশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে ঘটনাস্থল হতে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে, কাপ্তাইয়ের চিৎমরম দূর্গম আড়াছড়ি এলাকার তাইহ্লা পাড়ায়। সুইক্রাচিং একই এলাকার মৃত মংসুই প্রু মারমার স্ত্রী।

তবে অভিযোগ উঠেছে, এ ঘটনাকে আত্মহত্যা বলে চালাতে চাইছে একটিপক্ষ। লাশ উদ্ধারের পর তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। শ্বাসরুদ্ধ করে কেউ তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে দিতে পারে বলে অনেকেই ধারণা করছেন।

তবে রহস্যজনক বিষয় হলো, বাড়িতে হামলার পর গভীর রাতে নদীর ধারে ঝুলন্ত অবস্থায় আত্মহত্যা করেছে মর্মে খবর দিলেও, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই লাশটি নামিয়ে ফেলে স্থানীয়রা। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে বিধবা নারীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চত করে এমনটাই জানালেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন।

জয়নিউজ/নজরুল/বিআর

The post কাপ্তাইয়ে গাছে ঝুলন্ত পাওয়া গেল বিধবার লাশ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2BbZeJ8

0 comments :

Post a Comment