Tuesday, October 15, 2019

খুলশীতে চোরচক্রের নেতা গ্রেপ্তার

https://ift.tt/2OKSMRD

আখতারুজ্জামান ফ্লাইওভারের উপর থেকে সাত কেজি তামার তারসহ একটি চোরচক্রের নেতা মো. মহসিন উদ্দিন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

মহসীন বর্তমানে দামপাড়ার ১নং গলি ফাতেমা বাড়ির ভাড়াটিয়া। তিনি চকবাজার এলাকার মিন্নত আলী গাজীর ছেলে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী জয়নিউজকে জানায়, তার একটা সঙ্ঘবদ্ধ বাহিনী রয়েছে। যাদের বয়স সবার ১৮ বছরের নিচে এবং তাদের দিয়ে রাতে ফ্লাইওভারের উপর থেকে তারসহ বিভিন্ন মালামাল চুরি করিয়ে তার কাছে জমা দিলে সে উক্ত চোরাই মালামালসমূহ বিভিন্ন জায়গায় বিক্রি করে।

তিনি আরো বলেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে ফ্লাইওভারের উপর অন্ধকারের সুযোগ নিয়ে প্রায়ই চুরির ঘটনা সংঘটিত হয়। তার সঙ্গবদ্ধ বাহিনীর অন্যান্য সদস্যদের ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

মহসীনের বিরুদ্ধে খুলশি থানায় একটি চুরির মামলা করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/বিআর

The post খুলশীতে চোরচক্রের নেতা গ্রেপ্তার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pjgGsP

0 comments :

Post a Comment