Saturday, October 19, 2019

টয়লেটে ১৫ মিনিটের বেশি নয়!

https://ift.tt/32qbfqu

টয়লেটে যাবার নামে অফিসে কাজের ফাঁকি দেওয়াকে এবার নজরদারি চালাতে যাচ্ছে চীনের সাংহাইয়ের মিউনিসিপ্যাল অথরিটি!

কোনও কর্মী যাতে টয়লেটে বেশিক্ষণ সময় কাটাতে না পারে সেই জন্য নিয়ে আসছেন স্মার্ট পাবলিক টয়লেট। যাতে থাকবে একরকমের টাইম সেন্সর। তাতে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে মাত্র ১৫ মিনিট।

ইতোমধ্যে চীনের সাংহাই শহরের বিভিন্ন জায়গায় ১৫০টি স্মার্ট পাবলিক টয়লেট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি কিউবিকলে থাকছে হিউম্যান বডি সেন্সর। যেটি সময়সীমা অনুযায়ী একটি রে সেন্সর করে জানান দেবে যে, ভিতরে কোনও ব্যক্তি আছে কিনা। সব তথ্যই সরকারের কাছে জমা হতে থাকবে। এমন অভিনব পদক্ষেপ নিয়েছে সরকারপক্ষ।

শুধু সময় অনুযায়ী কিউবে কেউ আছে কি-না তাই দেখার দায়িত্ব পালন করবে তা নয়। এই সেন্সরের মাধ্যমে এও বোঝা যাবে ওই কিউবে কতটা তাজা বাতাস রয়েছে, পানি কতটা মজুত রয়েছে।

জয়নিউজ/বিআর

The post টয়লেটে ১৫ মিনিটের বেশি নয়! appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2oVt2HE

0 comments :

Post a Comment